রচনা: কেমনামি বোকানি
একটা ছিল বুড়ো, একটা ছিল বুড়ি।
থুড়ি,
একটা ছিল বুড়ি আর একটা ছিল বুড়ো,
একজন গাইত গান আর অন্যটা বাটত মুড়ো।
দুটোই ছিল পাগল, একটা সেয়ানা আর একটা আস্ত,
কে যে কোনটা সেটাই ধাঁধাঁ।
ধাঁধাঁর উত্তর কেউ বলেনা,
বললে পরেই পড়বে হানা,
আরে না না না না।
বুড়ো বুড়ির আড়ি হবে,
ভাববে তারা,
আমার ঘাড়ে ওরটা কেন পড়ে?
আস্ত হই বা সেয়ানা, কার তাতে কি?
জমিয়ে থাকি এটাই বড়,
নইলেই বিপত্তি।
কলকাতা | ১৫.০৯.২০২১