আমি জানি,
তোর ক্ষেত ভরে যাবে শস্যে,
সে বর্ষা নামুক বা না নামুক।
আমি জানি,
তোর কাছে আছে সেই চাবিকাঠি,
যাতে জল আছে, আছে প্রাণ।
তোর জলের স্নেহে আসবে নতুন পাতা,
তরতরিয়ে উঠবে নতুন শাখা,
গুন গুনিয়ে আসবে ভোমরা
আসবে রঙিন প্রজাপতি
গাইবে পাখি, আসবে তারা ঝাঁকে ঝাঁকে।
তোর বাগান উঠবে মেতে,
সে বর্ষা নামুক বা না নামুক।
কলকাতা, ০৭ অক্টোবর ২০২১